আমি যদি মরে যাই
তুমি যদি শুনতে পাও
আমি আরাফাত আর বেঁচে নাই!
আজ এই পউষের শীতে
আমার শরীর যেমন থরথর করে কাঁপে;
যেইদিন তুমি শুনিবে আমার মৃত্যুর সংবাদ
সেইদিন তোমারও কি শরীর থরথর করে কাঁপিবে?
আমার মৃত্যুর খবর শুনে যেন ঝরে
তোমার দু’চোখ থেকে দু’ফোঁটা জল;
শুকিয়ে যাওয়া আমার বিষাদের আত্মা
হয়তো বা ফিরে পাবে নতুন এক প্রাণ!