মরিয়া যাইবো একদিন তোমাদের মাঝ থেকে
ধরণীর সব আলো নিভে গেলে ‘পর—
আসিব না কোনোদিন ফিরে আর?
বলিবো না কথা ডাকিবো না কাউরে আর
দেখিবে আমার মৃত লাশেরে রাখিয়েছে খাটে!

আতরের বিমুগ্ধ ঘ্রাণে আসিবে কত লোক
ঝরিবে নীর আমি গিয়েছি চলে তাই;
পৌছবে এ খবর সবারই কানে মুহুর্তের বেগে।
তোমারও দিন ফুরাবে সেই রাত্রির পর
যখন ভোরের আলোয়ে দেখিবে না কিছুই!

কেউ যাবে গো কবর খনন করিতে
কেউ যাবে বাঁশ কাটতে:
কেউ যাবে বড়োই পাতার সিদ্ধ জলে স্নান করাতে।
আমি চলে যাব বলে এতো আয়োজন
একবার মরে গেলে কে আবার জেগে উঠে!