কাল রাতে তোমাকে দেখার পর থেকে
আমার চক্ষে একদণ্ড ঘুম আসেনি!
অবনীর ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম
তুমি কেন অতদূরে বহুদূরে পরে আছ!
শিরীষের ডালে যেই পেঁচা সারারাত
অগ্নিস্ফুটের মত অন্ধকারে চেয়ে থাকে!
ঠিক তেমনি একটি রাত আমার চলে গেল
ঘুমহীন নক্ষত্রের মত চেয়ে চেয়ে!
এক একবার মনে হচ্ছিল অই রূপে
আমার ক্লান্ত চোখ বুঝি ঝলসে যাবে!
কখনো বা সব এলোমেলো হয়ে যাচ্ছে
রাত্রির উশৃঙ্খল বিশৃঙ্খল আকাশের তলে!
যেন আমার নরম হৃদয় দূর সমুদ্রের বুকে
ডুবে যাচ্ছে মোহনার অতল গভীরে!
উৎসর্গ : সানজিদা ইসলাম
তারিখ : ২৩/০১/২০১৯ইং
প্রিয়তমা আমার, তুমি পৃথিবীর যেখানেই থাকো ভালো থাকো!