ও মীম করুণা করে হলেও কথা বলিও
বেশি না হয় অল্প কিছু বলিও—
তবুও বিরহের সমুদ্রে ভাসাইও না
সাঁতার না জানা আমি নিদারুণ ব্যথায় ভুগছি!
জন্ম তো একবারই মরে গেলে আর আসবো না
একজন মানুষের তুমুল আপসোস—
তুমি চাও তাই নিয়ে সে বেঁচে থাকুক?
আমি জানি আমার আত্মা ক্রন্দনে ভাসছে!
ও মীম এই জন্মটা তুমি আমার হও
যেই ত্রুটিগুলো তোমার চোখের ধারায় বইছে
কথা দিলাম, সত্যিই কথা দিলাম—
পরের জন্মে সব ত্রুটি পুষিয়ে দেবো!
তবুও তুমি আমার না হয়ে অন্য কারুর হইও না
মন চাইলে ভীষণ উত্তেজিত মলিন কণ্ঠে বকাবকি করো
তারপর যদি ভাবো তোমার হৃদয় তৃপ্ত হয়েছে—
তখন ম্লান হেসে বলিও আমি কেমন আছি?