চলছে অনেক দিন ধরেই হাহাকার
আমাদের পরিবার নিরাশার অন্ধকার;
আকাশের কালমেঘ যখন দুয়ারে
জীবন থেমেছে কখন ধুকধুকানিতে!
এখন আর কলেজ নেই
যাবার পয়সা জোটে নাকো আর;
এমইএস কলেজ তবু হৃদয়ে বেঁধেছে বাসা
মনমরা মানবজীবন পরে আছে ঘরে!
সবাই যখন কোচিং প্রাইভেটে ব্যস্ত
আমি একা-একা অভাবের সমুদ্রে নিমজ্জিত;
এইসব ব্যথা হৃদয়ে পোষলেও
হচ্ছে টাকার অভাবে পরীক্ষা বাতিল!
ভাইয়াকে দোষ দিয়ে কি লাভ
সবইতো দেখছি চোখের পলকে পলকে;
আব্বাও না-ই সুখে অগাধ ঋণে
গ্রামে তাঁরা দু’জন কে জানে কি খায়!
হয় নিকো কেনা বইগুলো এখনো
প্রস্তুতির সে অভাব অক্ষরে অক্ষরে বুঝি;
বছর দেখতে না দেখতে
কখন এসে যাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা;
আমাদের বাসায় নেই এখন আর চাল
সেই বস্তাভরা চালের সিজন;
চাল কিনি কোনোমতে ধার করে টাকা
কতোদিন চলিবে এভাবে!
হঠাত্ করেই চলে গেছে চাকরি
ভাইয়ার আব্বার চলে গেছে চাকরি;
জানি নাকো কতোদিন থাকিবে বিষাদ ভরা চেহারা
দুমড়েমুচড়ে নিয়ে যাবে পরিবার দুঃখেরা!
মাঝে মাঝে দু’একটা বই
যদিও আনিতাম ধার বন্ধুদের চেয়ে;
এনেই বা কি লাভ হতো
বেশিদিন তো যেতো না রাখা!
এসে যাবে অচীরেই পরীক্ষা
জানি নাকো কপালে জুটিবে কি-না;
যদিও জোটে পাশ করবো কি-না
ভাগ্যের দেবতাই হয়তো জানে!