মেঘের নিঃশব্দ শাসনের নীচে দাঁড়িয়ে আছি
কোথাও কোনোখানে আকাশে একতিল ফাঁক নেই!
দুটো পাখি মলিন মুখ নিয়ে উড়ে যাচ্ছে
পরস্পর কথা নাই— তাঁর থেকে ঢের ভালো
যথাসম্ভব নীড়ে ফেরা নামিবে যে বাঁধল!
আমি বলি না তো কোথাও মৃত্যু‚ ভয়‚ সংকল্প
রেখেছে আমাদের বেঁধে তবুও মৃত্যু‚ ভয়‚ সংকল্প—
মৃত্যু সে অনেক পরিশ্রমের ফসল পৃথিবীতে!
তোমারও মৃত্যু— আমারও মৃত্যু হবে
তারপর চলে যাবো একটু নিশ্বাস ফুঁকে‚
সবাই যাবে আগে পরে কোন মাটির গহ্বরে!
তারপর পরে রবে পৃথিবী একা-একা কতোকাল
ভুলে যাবো পৃথিবীরে ভুলে যাবো মানুষেরে
তারা-ও যাবে আমারই মতোন ধীরে ধীরে হায়!