বলো মা জীবন কেন হয় এতো কষ্টের?
যদি বিধাতার কাছে পারিতাম জানিতে
কেন হয় জীবন গতি এই হাল?
দিয়েছ জন্ম আমারে তুমি মা
রাখিয়েছ গর্ভে সযত্নে কতদিন;
জীবনরে দিয়েছ ঢের শান্তি শৈশবে।
আজ কেন যন্ত্রণায় জীবন মরিছে
পৃথিবীর মুখোমুখি নাই চারিআনা দাম!