ব্যস্ততার কারণে জীবন বিষম টালমাটাল
পরিস্থিতি দিয়েছে আমাকে তোমার থেকে দূরে ঠেলে
তাই আজকাল তোমার দেখা মোটেই মিলছে না—
আমার চোখের পরে যেমন অজস্র শ্রাবণ মেঘের ভীড়ে
সূর্যের সোনালী মুখের দেখা মিলে
ঠিক তেমনি তোমার দেখা মিলে আজকাল।
শুনেছি আমার উপর তোমার বড্ড অভিমান
ভয়ঙ্কর রকমের রেগেমেগে সর্বসূচি হয়ে আছো,
নিজের মনকে প্রহর করছো অনবরত,
ঘরবন্দী হয়ে নিজেকে লুকিয়ে রাখো প্রায়ই,
এমন নিশ্চুপ আগে তুমি কখনোই হওনি,
শুধু এইটুকু না খানাপিনাও নাকি ছেড়ে দিছো!

জানো তো আমিও আজকাল বেশ ভালো নেই
প্রতিটি মুহূর্ত ঝরের সাথে অবিরাম যুদ্ধ করে চলেছি।
তারপর তোমার এক সমুদ্র সমান অভিমান,
তুমি যথার্থই বলেছ আমি বড্ড স্বার্থপর।
যে মানুষ অন্য এক মানুষের খোঁজ নিতে জানে না
নিজেকে ঘুটিয়ে নিয়েছে বইয়ের পাতার মত
এক কোনা থেকে অন্য কোনায় সহজে।
সে কি করে মূল্য দিবে অন্যের ভালোবাসার।
তুমি অশ্রু মুছে টলমলে চোখে চেয়ে দেখো আমাকে
আমার সমস্ত ভালোবাসাটুকু ঠিক আগের মতই আছে।
শুধু বদলে গেছে দিন-ব্যস্ততা আমাদের দায়ভাগী
দু’জনার অম্লান স্বাদ দফায় দফায় নিয়ে যায় কেঁড়ে!