মৃত্যু‚ তোমার হাতেই যদি আমার এ জীবনের
সব লেনদেন চুকে যায়—
তবে কেন রয়েছে দূরে সরে—
আমি কেন ভয় পাই তোমারে?
পৃথিবীর মানুষের মতো আমারও এক জীবন
তবুও কি জীবনের মানে শান্তি আছে?
আজ রাতে কোথাও সে যে নেই—
কতোকাল ধরে আমি হৃদয় গহ্বরে
ভালোবাসা নির্মাণ করেছি সমস্ত হতাশা কুড়িয়ে‚
এইখানে সারা দিনরাত্রি জেগে জেগে
তবু সেই মানুষীর দেখা দু’চোখ থেকে
কবে নিভে গেলো পৌষের গভীর কুয়াশায়!
আজও আমি মৃত্যুর কাছে জানতে চাই
সেই মানুষীর খবর খুব করে—
একদিন হৃদয়ে এসে যেই প্রেম
অন্ধকারে মোমের মতোন জ্বালিয়ে দিয়ে
নতুন এক পৃথিবীর মুখ চেনাতে ব্যস্ত;
তখনই তুমি এলে তাঁরে কেড়ে নিতে
আমার সদ্য আত্মাকে হত্যা করে!
মৃত্যু‚ তুমি কেন এতো নিষ্ঠুর?
তোমার কেন দয়া নেই মায়া নেই‚
তুমি কেন বুঝো নাকো একজন মানুষের ভালোবাসা!