আমার সত্যিকার চেতনা জুড়ে
রই গেছে সেই মেয়েটি—
হীম শাদা অরুণ পাখির রঙে ভরা
দূর নির্জন দ্বীপের কাছে একাকী
সবুজ ঘাসের উপর দিগন্তের পানে চেয়ে আছে!
দক্ষিণা বাতাসে ভেসে আসে যার স্বর
শুনি গভীর অন্ধকারে—
দিয়ে যায় ছোঁয়া বনানীর বুক চিরে
রূপে আগুন নক্ষত্রের মতো
বহুবার আমি শুনিয়াছি তার অনুসূর্যের গান!
কুয়াশার পর্দায় আরো দূর কুয়াশায়
খুঁজি ডানার পাখনায়—
তেরো নদী সাত সমুদ্রের ভিতর
কোথাও নাই তার ছায়াপিণ্ড
তিরিশ বছর গড়িয়ে যায় আহা তবুও নাই তার খবর!