কতকাল পৃথিবীর মায়ায় পড়িবে আরাফাত
এবার প্রস্তুত হও যাওয়ার,
অনেক কিছুই দেখেছ
অনেক কিছুই পেয়েছ
এবার বিদায় নেবার পালা!
চারিদিকে কুয়াশা চোখের তাড়নায়
প্রেমের বিরহে ক্ষত-বিক্ষত দেহ,
সমস্ত ব্যথার কাছে মৃত্যুর ব্যথা হেরে যাবে
জিতে যাবে আত্মা এক রমণীর কাছে!
তবুও ভালোবাসি এই পৃথিবীরে
তারই বুকে জন্ম নেওয়া সেই মানুষটাকে
যার কাছে সমস্ত আহ্লাদ বিলিয়েছি
পলকে পলকে ভেসে উঠে সমুজ্জ্বল চেহারা
আমার ভালোবাসার রক্তিম বিন্যাস!