সারাদিন কর্ম করে এখন শরীরে ক্লান্ত আসে
তারপর থেকে যায় জীবনের ঢের হিসেব,
ঘুমের সময় আসে অন্ধকারে ধীরে ধীরে চক্ষে তার;
চারিদিকে জেগে থাকে নক্ষত্রের নির্লিপ্ত আকাশ—
জোনাকির ভীড়— কারে ভালোবেসে ঝোপঝাড়ে।
সংসার আজ অর্থের দোলাচালে ভাসে
মনে হয় সমস্ত থামিয়ে কোথাও চলে যাই
যেখানে পৃথিবীর অগণন চিন্তার খরস্রোত নেই!