কোনোদিন হয়তো আমাকেই তুমি ভুলে যাবে
মনে থাকবে না আমারে তোমার;
এতো দ্রুত ভুলে যাবে তুমি
তোমার নিজেরই নিজের লজ্জা লাগবে!
তারপর স্বজোরে নিশ্বাস ফেলে ফেলে
অন্ত অভিমানে সমস্ত বেদনা ঝেড়ে মুছে;
আমি একাকী বিষন্ন স্বরে গাই যাবো
যেই প্রেম তুমি দাও নাই কোনোদিন এসে!
আমার অবোধ মস্তিষ্ক ভাবে নিরুৎসাহিত
তুমি যেন আমার সেই পাখি মস্ত শরীর নিয়ে;
অরণ্যের ডালে এসে বাঁধিয়েছ ঘর
তুমি ছাড়া যেন এ উদ্ভাবনে কেউ নেই!
জানি প্রতিশ্রুতি তুমি কোনোদিন দাও নাই
আমারই হবে এই কথা তুমি কোনোদিন বলো নাই;
তবুও তোমারে আমি গভীর হৃদয়ে কাবায়
কতো দিনরাত্রি ভালোবেসে গিয়েছি!