কুড়িটা বছর কেটে গেলো মলিন মুখে
কোনোদিন আসিবে তা ভাবিনি‚
এই বলে মুখখানা ফিরিয়ে নিলো সে!
জীবন মানে বিক্ষোভ চলিতেছে
কতদিন অন্তর ছিঁড়ে গেলো ফেড়ে গেলো
আসে নিকো কেউ খবর নিতে!
মেঘে বিজলিতে যেই ঝড় ঝাপটা বয়ে যায়
ঠিক তেমনই আমার মনের আকাশে‚
প্রতিদিন প্রতিমুহূর্ত তোলপাড় হয়ে গেলো!
ভেবেছি কোনোদিন কোনোদিন বুঝি
তোমারে দেখিবো না পাবো না ফিরে‚
মুখোমুখি হয়তো হবো না পৃথিবীতে!
আজ সেই ক্ষোভ আমার ঘুচিলো
যদিও ব্যথা ব্যথাই রয়ে গেলো‚
তোমার কুড়ি বছরের অবহেলায়!
তারপর মুহুর্তেই একরাশ অভিমান নিয়ে
আপন হস্তে চলে গেলো নিজ ঘরে‚
একবারও তাকালো না পিছনে ফিরে!
মনে হলো আজ তার জীবনের সব সংকট
হৃদয় মুমূর্ষু থেকে ঘুচে গেলো‚
একখানা অসুস্থ হৃদয় নিয়ে ফিরে গেলো ঘরে!