একদিন তোমার কথা গভীর রাত্রিতে
মনে পড়িলে পর জেগে রই একা মনে
তখন লাগে নাকো কিছুই ভালো
তাই ঘুমকে মুক্তি দিয়ে—
চেয়ে থাকি টিকটিকির মত
জানালার কপাট খুলে বাহিরের পৃথিবীতে।
কোথাও নাই কারু সাড়াশব্দ
যেন সব স্তব্ধ হয়ে পড়ে আছে।
দূর থেকে ভেসে আসে কুহুকের ধ্বনি
হৃদয় নিঙড়ে নিয়ে চলে যায় আহা,
কতবার তুমি আর আমি ঘাসের শরীরে এসে ঘুমালাম
তোমার হাতে আমার হাত, আমার হাতে তোমার হাত রেখে।
এ পৃথিবী সেদিন দেখিয়েছে চোখে তার প্রেম
প্রবহমান নদীর মতোই ছিল আমাদের হৃদয়।
কোনো এক অন্ধকার নিশীথ তাই নিয়েছিল ডেকে
ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে
হৃদয়ে আরও প্রেম দিবে বলে? —