আমি যদি একদিন হারিয়ে যাই
যখন গিয়েছ তুমিও হারিয়ে‚
নাইকো আমাদের আর দেখা গাজীপুরায়!
হয়তো বা দেখা গেছে তোমার নাই কিছু মনে!
আমাদের হৃদয়ে নিয়েছিল যেই প্রেম
সিন্ধুর হাওয়া গায়ে মেখে মনে হতো;
কোনো এক শঙ্খচিলের মতো দূর উত্তর আকাশে
উড়ে বেড়াই মনের আবেগে ডানা মেলে!
আমাদের স্বপ্ন আকাঙ্খা যা কিছু প্রয়োজন
সোনার চিলের মতো ছোবল দিয়ে
নিয়ে নিতাম হৃদয়ে প্রেম ভরে।
রাখি দিতাম মনের আবরণে গেঁথে!
পঁচিশ বছর পরে কিংবা তাঁরও পরে
যদি এইসব পুরনো কথার যুগ মনে আসে‚
আবার কি হবো মিলিত গাজীপুরায়
কোনো এক জোছনা রাতে আমরা দু’জন!