পৃথিবীর পথে এক নিঃসঙ্গ চিলের মত
           একবার চকিত সিন্ধুর বুকে দেই ঝাপ,
      আবার বনানীর পাহাড়ের দিকে যাই একবার,
হৃদয় অনুরক্তে নিঙড়ানো ব্যথা নিয়ে ভাসি নীলিমায়
        জীবন মৃত্যুর দুয়ারে রয়ে গেছে হাহাকার!
              দেহ থেকে কবে ঝরে গেছে সব
              নেই অবসাদ ক্ষান্ত সমুদ্রের দাগ,
                   কবি দাও তুমি যতই ব্যথা —
     আমি তবু তোমারেই ভেসে যাব অনন্তকাল ভালো
           জীবন মৃত্যুর স্রোতে যতদিন আছি বেঁচে!
         আজও কান্তারের পথে কত ফুল ফুটে যায়
                  প্রেমিক প্রেমিকার অট্টোগোলে,
             নেই তবু মনের আকাশে তোমার দেখা।
                     এঁকেছি স্বপ্নের তীরে এসে
          সোনালী ভবিষ্যত চেতনার সংকল্প জগত!
          জানো নাকি কবি? যেমন দেখা যায় চিল
                 পদ্মর জলে নীল পরিধি হতে
                তেমনি দেখছি আমি তোমারে:
                      যুগে যুগে ফিরে ফিরে
         বাংলার মাঠ বন জোনাকির ভীড়ে এসে!