তুমি যেই বিষ ঢেলেছ হৃদয়ে প্রেমের মঞ্জিলে
নিতান্তই তাহার দরুনে আমি জর্জরিত,
সে যে ব্যাধি-সে যে ক্ষয় রুদ্ধ জীবনে!
তোমারে ভালোবাসিয়েছি চাহিয়েছি কাছে
ছলনার ঘুম ভেঙে তিমির স্বপ্নে শশী প্রভাতে!
হে দুর্বালতা, ভেরেন্ডারফুল, শিরীষের পাখি
শুনো তারস্বরে প্রেমে তার কবি হয়েছে দিশা।
যৌবন তার সদ্য নীলাকাশ ভ্রমরীর নরম সুরে!
পথে পথে নেমে আসে কত পুরনো যুগ!
আরেকটি নতুন যুগের জন্ম দিতে আঁধারে—
কবি আর প্রেমিকা আর এই জোছনার তলে!