কবে তোমায় দেখেছি শেষবার
যা আজ থেকে বারো তেরো বছর আগে,
চাঁদের মত মুখখানা, মাথা ভর্তি চুল
অঙ্গ যেন সোনায় য্যোতি,
কি করুণ লাগছিল তোমায়।
চতুর্দিকে কত মানুষ পাখির গুঞ্জন
হৃদয়ে কেবলই লেগেছে বসন্তের হাওয়া,
ভালোবেসেছিল হয়েছিল পাগল—
এই চোখ তোমাকে দেখে।
একদিন যেই মালা পড়াবো বলে
গাঁথিয়েছি বকুল তলায়,
আজো কতো ফুল ঝরে যায়,
তবু হয়নি গো সে মালা গলে পরা
ভেসে গেছে নীর অবহেলায়।