মাবুদ এমন এক দিবসে মৃত্যু হোক
যেই মৃত্যু নিয়ে সবাই প্রসংশায় মাতে,
হোক কোনো এক মাহেরমজানের—
শুক্রবার ভোরে সুশীতল মনোরম অন্ধকারে
যখন চারিদিকে আযানের ধ্বনি,
আজরাঈলের কানে বাজবে মধুর সমুদ্র গর্জন!

শেষ প্রভাতে দোয়েলের নরম কন্ঠে
যেমন ভেঙে যায় গভীর ঘুম শীতল চোখে,
এমনই এক বিমর্ষ ভোরে ভেঙে যাক
মালাকুল মউতের ডাকে আমারও নিদ্রা;
নীল আকাশ ও ঝক ঝকে মাতাল হাওয়া
খেলে যাক আজরাঈলের ম্লান চুলে!

ইমানের ত্যাজে ভয়ঙ্কর স্রুতে না দেখি তাঁকে
সে জানুক, অনুভব করুক যে—
প্রাণ হরণ তার পরম অর্জন।
প্রাণ নিয়ে নীল মেঘে ভেসে যাবার পথে
তার মন খারাপ হোক প্রচুর বেগে।
যদিও ফেরার পথ চেনা তবু সে অচেনা পথে
ফেরি করে চলুক আমার বিদেহী আত্মা!