ছিল না তো তবু সেদিন কিছু বলিবার
আমিও পারিনি বুঝাতে তোমারে শত অক্ষরে,
হৃদয়ে প্রেমের আগ্নেয়াস্ত্রে ক্ষত-বিক্ষত
রক্ত ঝরা মানুষটার ঝাঁজরা করা দেহ,
তুমি শুধু হেঁসেছিলে এক পুরুষের আকুতি দেখে।

একাত্তরের স্বদেশ নির্জীব প্রাণের মত
আমার সমস্ত শরীর স্তব্ধ হয়েছিল তোমার ছলনার কাছে,
লক্ষ্য জনতার লাশের গন্ধ বাতাসে গগনে
সেই কালের আতঙ্ক যেন ছুঁয়েছিল আমারে।

কোথাও ছুটে গেছি একটুকরো সান্ত্বনার পানে
কখনো তোমার হৃদয়ে জড়ো হতে চেয়েছি,
ফিরিয়ে দিয়েছ কত কাহিনির ভিন্নরূপ ধরে,
বুকের কান্নায় প্লাবন বয়ে গেল কতবার আড়ালে নির্জনে
দেখোনি তুমি শোনোনি তুমি বোঝোনি তুমি হায়
শতবার ব্যর্থ বানিয়ে জিতিয়ে দিয়েছি তোমারে।

জানো মীম, বুকে যেই আগুন তীব্র হয়ে জ্বলে
এসে যদি তুমি নেভাতে সেই বারুদ আমার এখানে,
কল্পনার জগতে স্বপ্ন ভাসে প্রেমের ব্যথায়,
তুমি শুধু ধ্রুবতারকার বেশে থেকে যাবে দূর অসীমে
এক পুরুষের আকুতি তবু তুমি কোনোকালে শুধাবে না!