আজ অগ্নিগিরির লেলিহান শিখার
রুহানি জগত থেকে কাহার স্বপ্নরাজ্য
তীব্র ভাবে জাগিয়েছে উত্তাল স্রোতে!
নতশির স্তব্ধময়ি দিনগুলো মোদের
কাটিয়েছে বহুদিন অন্ধকারা বন্দির ন্যায়;
এবার জীবন দানের মুক্তি দাহনে
কে সংগ্রাম চেতনার প্রদীপ জাগিয়ে তুললো
ঘুমন্ত জনতার মাঝে অকাতর!
আকাশ ভরা ললিত নক্ষত্র চিতা নিবুর
বিদ্রোশি গগন সম্ভারে যেন পৃথিবীর
সমস্ত অমোঘ চাঁদ পূর্ণিমায়!
আজ অগ্নিগিরির জলন্ত
সব আগুনের কাছে হবে অনত?
কখন হঠাৎ জানালার ছিদ্র থেকে
ভেসে আসে ভোরের কুসুম কুসুম রৌদ্র!
আমারে জাগিয়ে তুলে—
অগ্নির ঝাণ্ডা হাতে নেবার জন্য!
বহুদিন আগে আমি পৃথিবীর
নির্জন অন্ধদ্বীপে ঘুমে সিক্ত ছিলাম
এখন আর দু’চোখের পাতায় নাই ঘুম‚
ঘুমে চোখ চায় না জড়াতে!