যদিও তুমি আর নেই আমার জীবনে
তাই মরে যেতে সাধ হয়;
কিন্তু তবুও বেঁচে আছি
একটা জীবন্ত লাশ হয়ে!
সবাই বদলে যায় কালের ধোঁয়ায়
দেখো আমিও বেশ বদলে গেছি;
কোনো টেনশন নেই—
যখন তখন ফুরফুরে মেজাজে ঘুরে বেরাচ্ছি
প্রান্তের মাঠে বনে শঙ্খের মতো উড়ে!
এখন গভীর রাত সৌরতারার যুগ
বিপুলা আকাশ জুড়ে,
মাথার উপর স্লিন ফ্যানের শো শো শব্দ
তাহার মতোই ঘুরপাক খাচ্ছে অতীত!
কতটা লম্বা সময় গেলো আমাদের
দু’জন দু’জনার থেকে—
কবেকার বাসি দুর্গন্ধ যুক্ত কথা এইসব
হঠাৎ যদি একদিন শুনতে পাও আমার মৃত্যুর খবর
আসিও তুমি মরন কালে শেষ দেখা দেখতে:
সমাধির বুকে ফুল দিয়ে যেও গো
দু’দণ্ড শান্তির হিমাদ্রি ছড়িয়ে!