যদি সেই পুরনো যুগ আবার আসিত ফিরে
তালপাতা ছাউনির ঘরে;
আহা হৃদয় ভাসিয়ে দিতাম
এই জোছনার আলোয়!
জানি তবু সেই যুগ আসিবে না কোনোদিন
এখন আমাদের হয় নাকো দেখা
ভাষাও হারিয়েছে মুখের থেকে:
বাস্তবতা করিয়েছে পৃথিবীর মুখোমুখি দাঁড়
আমাদের জীবন ধূলো-ময়লার ছাই!
মানুষ তবু সেই পুরনো যুগ ক্রমে ক্রমে ফেলে এসে
নতুন স্বপ্নে উজ্জীবিত হয়,
ঘর বাঁধে ঘর সাজায় অন্য এক
রমণীর ধরাশায়ী হয়ে।
তুমি সখী রাখাল বাঁশির অনিন্দ্য সুর
বসরার নগরীতে একদিন শুনিয়েছি আমি!