আমি যদি একদিন হারিয়ে যাই
মুছে যাই তোমার থেকে,
নিমের শাখার থেকে উড়ে যেই পাখি
দূর কুয়াশায় মুছে যায় তাহার মত!

কখনো আর আসি নাকো ফিরে
বলি নাকো কথা কোনোদিন,
তুমি কিন্তু সেইদিন আমাকে ভেবে ভেবে
মন খারাপ করো না,
কিংবা চোখের পানি ফেলো না!

আমি চলে গেছি তাই বলে
তুমি কিন্তু (মন খারাপ) অভিমান করে থেকো না,
নিজের প্রতি যত্ন নিভে
সময় মত খেয়ে নিভে
আত্মাকে কষ্ট দিবে না!

পরপর যদি আমাকে তোমার
ঢের মনে পরে,
শাদা শাদা কড়ি শঙ্খের
পাহারের মত ভেসে উঠে
পুরনো স্মৃতি চোখের নীরে!

নিজেকে আর পরছো না স্থির রাখতে,
হাজার ব্যথায় ভেঙে যায় হৃদয়,
তাহলে এই বিলে—
নিজেকে শান্তনা দিবে—

দূর নক্ষত্রের পানে চেয়ে বলবে,
আকাশের বুকে তারা জ্বলে রোজ
ঝরে যাবার জন্যই?