যদি একদিন আমি চলে যাই
মৃত্যুকে সঙ্গী করে—
তোমাদের এই অশ্বত্থ বট‚
বাসমতী ধানের দেশ থেকে চিরতরে নিভে।
যদি চলে যাই বুনোহাঁস—
গাঙশালিকের দেশ ছেড়ে—
অথবা যেই মানুষের চোখে আমি
দিনমান করিয়েছি গোড়াগুড়ি!
আবার আসিব একদিন তোমাদের
সবাইকে হৃদয়ে জড়িয়ে এই বাংলায়?

কে আমাকে ব্যথা দিয়েছে?
কে আমাকে কষ্ট দিয়েছে?
সব অভিমান মোর ভুলে গিয়ে
ফিরিব অজস্র ভালোবাসা বুকে লয়ে;
জানে অই নক্ষত্র‚ শশীচন্দ্র—
তোমাদের কতটা ভালোবাসিয়েছি আমি!
আজ তবুও মনে হয়—
বাংলার হৃদয় থেকে একদিন নিঃশ্বাস বন্ধ হলে
কোনোদিন আর ফিরিব না
ফিরিব না কোনোদিন!—