দেখো গোধূলি সকালে সবাই আজ
কেমন সাজিয়াছে অরুণ পাখির রঙ্গে!
তবে সে রঙ্গ বুঝি একাত্তরের রঙ্গ‚
মাথা লাল-সবুজের কাপুরে বাঁধা‚
অগণিত প্রাণের হাতে অজস্র ফুলের তোরা!
আজ ওরা আসিয়াছে ধূসর কুয়াশা নিঙ্গড়িয়ে
পায়ে তার হেঁটে হেঁটে মিনার প্রান্তে!
কাদের স্মরণে এলো ওরা হায়‚
যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
এনে দিলো বাংলার সংসার মায়ের হাতে?
যারা আজ রক্ত দেহ নিঙড়িয়ে
তিরিশ লক্ষ্য শহীদের বিনিময়ে
গড়লো বাংলার স্বাধীনতা আনাচে কানাচে?
যারা আজ ধর্ষিতা বোনের মুখে ফুটাল হাসি?
যারা হিংস্র বন্য শকুন তারিয়ে
তুলে দিলো স্বাধীনতা ভক্ত মঞ্চে
তারা যে আজ বাংলার দেহে ঘুমিয়ে আছে!
আমরা করি বিশ্বাস এইসব অগণন শহীদেরা
ওরা মরেনি— ওরা বেঁচে আছে
আমাদের মাঝে আমাদের স্পন্দনে!
ওরা বেঁচে থাকুক হাজার বছর
ওরা যে একাত্তরের সোনা মুক্তার চেয়েও দামি প্রাণ!
দিয়েছিল একদিন আলবদর‚ রাজাকার
পাক-হানাদার বাংলার হৃদপিণ্ড থেকে মুছে!