জীবনের সেই স্বপ্নীল নিঃসঙ্গের আঙ্গিনা জুড়ে
যেইদিন বিধাতার হাতে সৃষ্টি হয়েছি;
আর প্রথম তোমার মাঝে আমি
আমার মাঝে তুমি— জেগেছিলে পৃথিবীর পানে!

জীবনের দিগন্ত আকাশে যতগুলি সূক্ষ্ম ধূলি
স্বপ্নের তলে তলে চলেছিল গান গেয়ে নিঃশব্দে;
এক সময় মনে হতো—
কামনার আকাশে সাদা মেঘ তুমি!

জীবনের আসন্ন আলোয়ে চাহিয়াছে তোমার ছায়া
মনে হতো মধ্য আকাশ দিয়ে চিল উড়ে গেলে;
তার ছায়া রৌদ্রস্নাতে ভাসিত চোখে
আবিষ্ট মাটির থেকে অবিকল যেন তুমি!