কবে তুমি আমারে গিয়েছ ভুলে এ ধরায়
ধরেছ অন্য কারুর হাত
নিয়েছ হৃদয়ে টেনে;
আমি কেন আজ নিঃসহায়
জীবন পাপে অঙ্গার মরুরসাৎ
এক ভুলের মাশুল গুনেতেছি আজীবন!

বুনো বাতাস হৃদয় ভাসিয়ে নিয়ে গেছে
চারিদিকে জীবনের মহাপ্রলয়,
শত শত মৃত জীবিতের ভীড়ে,
আমি এক অসহায় নাগরিক মাত্র।
ব্যথা আছে রক্ত ঝরে শ্রাবন মেঘের মত
কেউ দেখে না, কেউ ভাবে না একজন মানুষরে নিয়ে!

হঠাৎ ঘুমিয়ে যাবো
ওইসব নক্ষত্ররাজির মত কাউরে না বলে।
কোনোদিন তোমার এ পৃথিবীতে
আসিব না আমি আর নেমে;
সেইদিন অনুভবে তোমার হৃদয় পুড়বে
মধ্যদুপুরের জলপায়রা ডাহুকের মত কেঁদে কেঁদে!

জীবন যে জেলখানায় আটক—
পৃথিবীর সমস্থ সুখ শান্তির পরিতোষ থেকে বঞ্চিত,
কয়েদীদের মত ধুকতে ধুকতে একদিন শোনা যাবে
মুক্তি পেয়েছে ছাড়া পেয়েছে সে আজ,
তবু জীবন তার জীবন নয়?
সদ্যপঁচা লাশের গন্ধের মতোন ভূয়সী!

আমরা সবাই আঘাত পাই
অতি প্রিয়দের কাছে পরাজিত হই বলেই।
কোটি কোটি তরতাজা প্রানের অবসান হল আজ
সবাই চলে যায় পৃথিবীর সাথে অভিমান করে,
কোথাও দু‘দণ্ড খাঁটি ভালোবাসা নেই
যা আছে সবই প্রতারনার বিষাদ সিন্ধু!