তোমাকে দেখার প্রথম স্বাদ পেয়েছিল মন
বিশাল অট্টহাসি হেসে —
যেন এই রূপ, পৃথিবীর কোথাও নেই—
কে তুমি নারী? কোথা থেকে এসেছিলে?
তোমার জন্ম আজ নয় কোটি কোটি বছর পূর্বে
হয়েছিল এক ক্ষুদ্র মানবের ঘরে!
জানি সবই স্রষ্টার কালের দান মাত্র
বাতাসের মতো গভীর আবেগ লয়ে
তুমি ছুটে যাও এই পথ ছেড়ে:
রজনীগন্ধার মতো চুলের ঘ্রাণ
মাতাল ঢেউয়ের মতো ভেসে উঠে অনিমেষে!
অগোছালো জীবন থেকে তুমি পরে আছো
মহাকালের শতছিন্ন গভীর আঁধারে।
তবুও সূর্যের আলো গগনবিদারী উত্তাপ দিয়ে
পৃথিবীতে ছড়ালেও তুমি নেহাতই থেকে যাও
তার থেকে আড়ালে নিরালে গোপনে লুকিয়ে হায়।
কি অদ্ভুত সূর্যের মতোন জ্যোতির মুখ
পারি না আমি কোনোমতে পলক রাখিতে!