যেই অন্তরে শিখার আগুন জ্বলিতেছে
হিজল কাঠের রক্তিম চিতার মতো দাউদাউ করে;
যে বিরহের জ্বালা না পারি কভু শোধন করিতে
সবে জানে এই ব্যথা কোন ব্যথা!
নাই দরিদ্র মুখে হাসি ব্যপ্ততার উচ্ছ্বাস
ওরা সৃষ্টি হিমাদ্রি স্রষ্টার হাতে;
ঘাম ঝরা দেহ নিয়ে ভাদ্রের মাঠে
কৃষি ফলায় আনিতেছে কতোবার!
তবু হৃদয় ভাসছে ওদের অবহেলার সমুদ্রে!
তাদেরই শ্রম খেয়ে আমাদের পেট বাঁচে
মিটাই পৃথিবীর ক্ষুধাতুর যন্ত্রণা;
তবে কেন দেই নাকো তাদের প্রাপ্যটু
করি যতো উচ্চমঞ্চে শাহানশা ঈর্ষাগিরি!