জানি, তুমি আজ চলে গেছ
দূর থেকে দূর আরো দূর কুয়াশায় মুছে?
অনন্তকাল পথ ধরে চেয়ে থাকে
তবু তার পর্দা না সরে চোখে!

তোমার সুখে আজ চেয়ে দেখো
সজিনার আকাশ কেমন সাজিয়েছে
নক্ষত্রের হাতে হাত রেখে,
কিন্তু আমার জীবন কবে ঝরে গেছে
তুমিহীনা আরক্ত ব্যথায়!

হৃদয়ে প্রেমের দিন কবে নিবে গেলো,
কতবার ঝরে গেলো পাকা ধান মাঠে মাঠে,
কুয়াশায় মরে গেলে দিকহারা পাখি,
ফুরালো নদীর জল পৌষের ডাকে,
তবু কই ফিরে পাই তোমারে আমি?