হৃদয়ে অনুভব করি আজও তোমারে—
সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ভেসে উঠ তুমি;
যে-জীবনে গড়েছিলে একদিন বসতি
ভেবেছিলাম তুমি সখি থেকে যাবে চিরকাল!

তারপর স্তব্ধ আকাশ পড়ে থাকে নক্ষত্রের ভীড়ে
সব নদীর সব জল হারায় মহাসমুদ্রে;
ফিরে সে রক্তস্রোতে মেঘ গর্জনে
ভরে দেয় সব নদীবক্ষ তৃষ্ণা পূর্নতা দানে!

তুমি সখি তবু মোর অপূর্ণতার বেড়াজাল
কতোদিন কতোকাল পৃথিবীর পথে;
তোমারে না পাওয়ার তুমুল বিন্দু আক্ষেপ
ঘোচবে নাকো সাত জনমেও হৃদয়ের থেকে!