হৃদয়ে ব্যথা আজ কতোদিন যাবত্
কেউ রাখিনিকো তার খবর;
শ্রাবণ মেঘের মতো কেঁদেছিল লুকিয়ে লুকিয়ে
চোখ দুটো হয়েছিল লাল;

পৃথিবীর অবরুদ্ধ দেয়ালের ও-ই পারে আমি
তাই কাছে থেকেও পাইনিকো তোমারে;
মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে
চোখাচোখি হওয়াটাই ঢের বড্ড ভুল ছিল!

বিষণ্ণ নিস্পৃহ আগুনে জ্বলছি আমি
কতোদিন রাখিনিকো কেউ তার খবর;
রাত আসে- গভীর রাত আসে
তারপর ঘুমায় মৃত্যুর মতো ঘুমায়!