হৃদয় ভরা ব্যথা নিয়ে হেঁটেছি কতোদিন
ফাল্গুনের ঝরাপাতার মতো মৃত্তিকায় রয়েছি পড়ে।
যেন পৃথিবীর পারে খোঁজ নেওয়ার মতো ছিলো নাকো কেউ
সহস্র কষ্টের ভীড়েও মৃদু হেসে নিয়েছি মেনে
সব ব্যথা বেদনা সহজে ম্লান সূর্যের মতো লুফে।

আমার ভিতর আতঙ্কে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে
পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে আজকাল;
জীবনের এই ক্রান্তিলগ্নে এসে জেনেছি আচরণের ভূমিধস?
ভাবাচ্ছে কতো অবহেলার উদ্দীপনায় আমায়
শুধু জানি অন্ধকার গোলকধাঁধায় ঘুরি দিনরাত্রি।

কী হাল আজকাল জীবনের প্রতিক্ষণ নিজেই জানি নাকো,
হৃদয় দিনরাত কেঁপে উঠে ঘনঘন নিঃসঙ্গতায়
কোথাও আলো নেই‚ সূর্য নেই‚ কিছুই যেন নেই—
শরীর ঘেমে জবজব করে তিক্তক্ষরণ হৃদয়ে আমার,
এদিকে ফুরায় দ্রুত পরমায়ু-পুঁজি এঁকে এঁকে হায়!