হৃদয় জীবনে অনেক মানুষ দেখিয়েছ
তার মতন কাউকে দেখিয়েছ চোখে;
অনেক প্রতিশ্রুতি সে দিয়ে গেছে
তবু বেলাশেষে— শেষ কথা রাখেনি!
সে অন্য কাউকে ভালোবাসে জেনেছি
কিন্তু আমি— আমি তাকে ভুলতে পারবো না?
জীবন যে ঢের আগে তার কাছে বিক্রি হয়ে গেছে?
তার বিরহে অঙ্গার ক্ষতবিক্ষত আমি!
পৃথিবীতে আমার এ পায়ের পথ ফুরাবে
তার পথ কোনোদিন ফুরাবে না;
জানি সেদিনও সে অন্য কাউকে—
ভালোবেসে যাবে আমার ছিলো না বলে!
হৃদয় তুমি যার প্রেমে গভীর সমুদ্রে তলিয়েছ
চোখ তুমি যাকে দেখে পাগল হয়েছ;
সে কখনো তোমার ছিল না আকাশের নীচে
আজ নিশ্বাস ঝরে মৃত্যুর মত একই আকাশের নীচে!
যেই আলো ছড়িয়ে উঠে সমস্ত পৃথিবী ভরে
আমার হৃদয়ে সেই আলো আজ নেই;
চারিদিকে যেন রাত্রি তারকার অন্ধকার বইছে
ঘোচে গেছে জীবনের সব লেনদেন!
আমারে তুমি আজ একটুও ভালোবাসো না
সেই বিষাদ নিয়ে— কবে ঝরে গেছি
তোমার বুকের থেকে নক্ষত্রের মতো আমি
জানি নাকো কেন এতো অবহেলা এই পৃথিবীতে!