হৃদয়, যেই মেয়েকে তুমি এতো ভালোবাসো
সে তো তোমায় ভালোবাসে না;
তবু তুমি কেঁদে কেঁদে ফিরে চাও তার নেশায়
আমার মনের বিস্বাদের ভিতর পুড়ে ছাই হয়ে গেছে সব।

অনেক তো হলো মেলামেশা সাথে তার
বুঝায়েছি ভাষার করুণা দিয়ে সহস্র বার;
কিন্তু তবুও পারিনি আমি তার গলাতে ধ্রুপদী মন
বিপুল মেঘের কিনারে পেয়েছি শুধু সূর্যের মিছা হাসি।

স্বপ্নের পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার ঘোরে
সত্যকে মিথ্যা প্রমাণিত করে ধসে যাই আমরা;
তুমি তবু গোলাপের ফুল নও কাটা নও আঘাত দিবে
তুমি শুধু অই আকাশের অই দূর নক্ষত্রের বিভীষিকার।