দু’জনার দুটো হৃদয়
আজ পৃথিবীর দু’প্রান্তে
জীবনের মানে তবু
রাত্রি তারকার মত নিভে যাওয়া।
যা আছে নাই পরিশেষে
সবই ব্যর্থতার হাতছানি;
হৃদয় ভাবিয়ে তোলে
আমরা পৃথিবীর মানুষ নই
আকাশে মেঘ জমে
সমস্ত আকাশ জুড়ে হায়!