হয়তো এ কবিতাই একদিন হবে আমার শেষলেখা
ধূসর কুয়াশার শাদাসচ্ছ অন্তিম হেরি ক্ষান্ত কাটা!
থেমে যাবে শঙ্খের ডানা পালকের মতো
অর্ধেক আকাশ পারি না দিতেই ক্ষুদ্র জীবন!

তখন কি আমি তোমাদের হৃদয় গহ্বরে
থাকিব বেঁচে একটু ভালোবাসা নিয়ে;
কতো যে নীলকন্ঠ গান আকাশে বাতাসে—
পথে প্রান্তরে সিন্ধু পর্বতে হবে মুখরিত পাখির কলরব!

আমি তবু একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে
এইসব মায়া মমতার বন্ধন ছিন্ন করে;
কোথাকার এক নির্জন গোরস্থানে
থাকিব ঘুমিয়ে মাটির পিঞ্জিরায় মিশে!—