অনেক আলো পেয়েছ পৃথিবীতে তুমি
তারপর একদিন অন্ধকার এসে বলিবে
তোমারে চাই— তোমারেই চাই শুধু!
কবরের দেয়াল চারিদিকে আহা
পৃথিবীর অপার আলো মুছে ফেলে
আরেক পৃথিবীর পথ বেয়ে বেয়ে
কতোকাল রবে তুমি ঘুমিয়ে— বলিতে কি পারো?
কতোকাল এই পথে কেটে যাবে তোমার!
হঠাৎ একদিন অন্ধকার এসে আমারেও ঘুমাতে বলিবে
সেইদিন আমিও ঘুমাবো সবার মত
তবুও হায় এই ঘুম কোনোদিন ভাঙিবে নাকো!
এই ঘুম একদিন চেয়েছিলাম বুঝি—
মনে পরে তোমার মত আমিও চেয়েছি
দারিদ্র্যের অনটনে যখন হৃদয় দিশেহারা
কোথাও মুছবার মত অর্থকড়ি তবু ছিল নাকো
সেইদিন চেয়েছি আমি মৃত্যুরে আপন করে পেতে!