হাজার বছর পরে যদি এই বাংলায় ফিরি
বুনোহাঁস‚ শঙ্খচিল‚ ধবল বক হয়ে;
পুরনো অলিগলি ধানখেত কুয়াশার ভীড়ে
তোমাদের প্রেম ভালোবাসা হৃদয়ে গেঁথে!
আসিব আবার চোখে আকুল তৃপ্তি নিয়ে
ভোরের দোয়েল‚ মাছরাঙার ভেসে;
গৃহিণীর অঙ্গনে পাখা ঝাপটাতে ঝাপটাতে
গভীর গান লয়ে পরিচিত পথে নেমে!
সেদিন বুঝিবে এ কন্ঠনীল সে আমারই
ডাকিবো তোমাদের স্পন্দন থেকে;
গাই শুধু তোমাদেরই গান ভালোবেসে
কোনো এক শুকনো কাঁচা ডালে বসে!