হায় পাখি‚ কোথায় যাও উড়ে তুমি
শূন্যের বুক চিরে দুই ডানা মেলে!
কোন বিদেশের মাটিতে যাও উড়ে তুমি
আমার এ মাঠ সবুজ ঘাস ছেড়ে!
তুমি যদি চলে যাও আমারে ফেলে
কার গানে জুড়াইব এ প্রাণ!
তোমারই কিচিরমিচির শব্দ কাকলিধ্বনিতে
শঙ্খমালা রোহিণীরও ঘুম ভাঙে সকালে!
যদি ফিরে না আসো নিয়ে যাও আমারেও
তোমার দেশে তোমার ডানায় গুঁজে!
বলবো কথা গাইবো গান অপলকে ভেসে
দু’চারটা ফড়িং ধরবো খেলায় মাতি সে!
আহা পড়ান জুড়াই গেল আমার
পাখির দেশে যাব আমি এ কথা ভেবে!