হায় কে যায় এই অপরূপ
সোনার বাংলা ছেড়ে ওইদূর বিদেশের মাটিতে?
যেই চোখে বাংলার করুণ রূপ দেখে
মিটে যায় আত্মমুহুর্তের তৃষ্ণা!

নদীর ঘাটে রূপসীর কলসি হাতে
যেইখানে সবুজ ঘাস চেয়ে থাকে সজ্ঞানে;
বাতাসের দরবিগলিত সুরে—
বাঁধভাঙ্গা পাখিদের হুল্লোড় মেতে উঠে!

হায় কে যায় তাহাদের ছেড়ে
ওইদূর বিদেশের মাটিতে স্বাদ পেতে—
যদি আচঁল বিছিয়ে তুলে নাও আমার মরণ
আমি থেকে যাব এই বাংলায় চিরকাল!