তোমার কাছে আমার প্রাণ
    আমার কাছে তোমার প্রাণ এই জেনে,
     একদিন হারিয়ে যাব পৃথিবীর থেকে—
   মনের আকাশ থেকে খসে যাবে সব পাতা
        তারপর নির্জনে ভাবিব বসে একা
            তুমি ভুলে গেছো আমারে
         আমিও ভুলে গেছি তোমারে!

হয়তো এরকম অনুভূতি উঁকি দিবে বারবার
      হাজার হাজার বছর তোমায় ভেবে
তবুও কি আশ্চর্য তোমার সাথে আমার এ জীবনে
    অনন্তকালেও আর হবে নাকো দেখা!

         মধ্যকাশ দিয়ে পাখি উড়ে যায়
কোথায় কুয়াশার প্রান্তরে দখিনের বন ছেড়ে
আবেগ উল্লাস ডানার হাওয়ায় গানের সুরে;
       মনকে বুঝাই এই পাখির মতোই
     তেমাকে ভালোবাসি আমি আজও!

  গভীর আকাশে অজস্র নক্ষত্রের ভীড়ে যেমন
         একটি চাঁদ ফুটে উঠে পৃথিবী ভরে
যেন তুমি সেই চাঁদ হাজার হাজার মানুষের ভীড়ে
তোমাকে দেখার কামনা, কোনোকালে ফুরায় না
       আমার সমস্ত স্বপ্ন আকাঙ্খা, প্রেম প্রিতী—
        একখানে এসে মিলিয়েছে তারা আজ
           এক প্রণয়ীর বন্ধনে আবদ্ধ হতে!

            এসব প্রেম কবে ধরা দিয়েছিলো
পাহাড়ের মত শাদা মেঘ স্রোতের ভেসে চোখের পলকে
         আমার ঘুমের পিয়াসীর কাছে আহা।
         এই জেনে, অশ্বত্থের পাতা লজ্জায়
মুখ ডাকবার জায়গা পায় নাকো খুঁজে কোথাও!