যদি বলিতে তুমি আজ
আমি দূর আমেরিকায় দিবো পারি,
বছর কুড়ি পরে আসিব
কিংবা ওখানেই থেকে যাবে
ফিরিবে না কোনোদিন তুমি আর।
দেখিবে উইল্যামাট নদী পানে
এক নিঃসঙ্গ গাঙচিল
কেঁদে কেঁদে ফিরে চায় তোমার দিকে
মুখ তার মলিন রাখিছে তোমারে তার পাখনার নীচে।
হয়তো আমারে তুমি পাবে না খুঁজে সেইখানে
দেখিও চক্ষু বুঝে তখন,
অইদূর বেদনার চিলে দৃষ্টি দিয়ে
দেখিবে এক অতীত মানব
স্থির দাঁড়িয়ে তোমার সামনে।
দেখিবে চুলগুলো নেই আগের মতো কালো
চোখ তার কবেকার মৃত কাকের মত শাদা
শরীরে লেগে আছে ছাঁদকুড়ো মাখা,
তবে হৃদয় পিঞ্জর রই গিয়েছে
তোমার ভালোবাসা আগের মতোই।
যদি না হয় বিশ্বাস
একটি ধারওয়ালা সুঁড়ি নিও
তারপর না হয় ছিড়ে দেখো;
পাবে সেখানে শুধু একটি নাম
রক্তবিন্ধুর অক্ষরে লেখা
সে নাম শুধুই তোমার!