দেখতে দেখতে সময় গেল ফুরিয়ে
কেটে গেল কুড়িটা বছর মলিন মুখে;
তবু সে ফিরে আসেনি?
কোনোদিন এলো না খবর নিতে
কোথায় আছি কেমন আছি!
মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায়
পদ্মাতো চিরযৌবনা;
আমি তবু সেই পদ্মার পারে একা আজ
ঐসব দূর দূর আবহমান ঢেউ
যেন আমার হৃদয়টা ভেঙ্গে নিয়ে চলে যায়!
মাঝে মাঝে মনে হয় শাশ্বত রাত্রির বুকে
পিছু থেকে কেউ ডাকে,
আমি পাই স্থির কর্ণে সে আওয়াজ!
বয়ে গেল তুমুল এক ঝরের রাত্রি
জীবনরে সে ছিড়ে ছিড়ে খেলো
যেমন ছিড়ে খায় মৃত মাংস শকুনেরা!
হাজার হাজার সেইসব মৃত্যুর ভিরে
তোমারে খুঁজেছিলাম দু’চোখের পর্দা তুলে
তবু সে তুমি ফিরে আসনি?
জানি কোনোদিন তুমি ফিরে আসিবে না
তবু কেন তোমারে আমি এতো ভালোবাসি!
চেয়ে থাকি মাছরাঙার তীক্ষ্ম নয়নে
যেন এই বুঝি তুমি ফিরে এলে!
কেন যে হৃদয়ের এতো আয়োজন তোমারে নিয়ে
আজো আমি জানি নাকো ব্যস্ত হৃদয়ে বাস করে!