ফিরে এসো আমার হৃদয়ে
যেই মুখ আর স্বপ্ন নিয়ে এসেছিলে,
ফিরে এসো সেইখানে
যেইখানে নদী আছে
নদীর ওই পারে জেগে উঠে কালো কালো মেঘ।
আমরা সোনার পৃথিবী ছেড়ে
হারিয়ে যাবো সেই মেঘের রুঢ় স্বপ্নের ভিতর!