অনেক শুয়েছি তুমি আর আমি এইখানে
খড়কুটোর উপর মাথা পেতে,
দিয়েছি অলস সময় কাটিয়ে
ফাল্গুনের তারা ভরা নক্ষত্রের রাতে!
প্রেম অপ্রেমের কথা ভুলে গিয়ে
আমরা মাতিয়েছি হৃদয়ের কপাট খুলে
রূপকথা গল্পের তরে আধো জোছনার মুখে।
তোমার মুখের ভিবা কথা যেন রাত্রির
শেষ প্রহরের শশীর মত ঝরে,
ঝরে শিশুর নরম কন্ঠের মত ধ্বনি।
হৃদয় ছুঁয়েছে আজ ফাল্গুনের হাওয়া
মনে হয় কত শত শতাব্দীর পুরুনো দিন
ফিরে এসেছে সাঁঝ প্রভাতে।
চতুর্দিকে জোছনার আলো গরিয়েছে,
অইদিকে শোনা যায় কাহাদের গুঞ্জন,
হিজলের ডালে ডালে লক্ষ্মীপেঁচা গান গায়।
শরীরে এসেছে আজ অবসাদ
যেন এক নিধূম আনন্দ বয়ে যাচ্ছে।
ফাল্গুনের ভীড় আজ রাখিয়েছে ঘিরে
তাই মিটে যায় সকল ক্ষুধা দু’জনার মনে!