হে মানব— বলো তো তুমি কে?
কি তোমার পরিচয় স্রষ্টার জগতে?
কেন তোমার এত ঈর্ষা অহঙ্কার?
এই নিয়ে করো তুমি কতো গর্ববোধ!
জানো না-কি একদিন যেতে হবে বলে
আসিবে রেখে নির্জন গোরস্থানে!
এককালে ছিলে তুমি সৃষ্টির অধরা
মহান স্রষ্টার রুঢ় ভালোবাসা পেয়ে
আসিলে মানুষ হয়ে এই ধারায়!
আজ দেখ সেই উদিত নয়ন বক্ষে
তোমারই ভাইকে তুচ্ছ রেবেকা!
যারা কিণাঙ্ক শ্রম দিয়ে যায় রাত্রিদিন
পরে থাকে ফসলের মাঠে শালিকের মতো
আনিলেন যারা সোনার ফসল সংসারে
দাওনি তার ফসলের সমূল্য ফিরিয়ে!
রাখিয়াছ তাগোরে পদতলে ঈর্ষাতুর লয়ে
সমাজে নাই তাদের কোনো সমাদর;
অথচ তারই অন্ন খেয়ে থাকো উচ্চ মঞ্চে
ঘুরে বেড়াও দেশ থেকে দেশান্তরে!