এই রাতে মুখোমুখি তুমি আর আমি
প্রেমের মূল্য দিতে আসিয়াছ বসিয়াছ কাছে‚
দেখিলাম মুখখানা শশী পূর্ণিমা চাঁদ
ভেসে রবে চিরকাল যুগ যুগ ধরে!
তবুও যে মন হৃদয়ে যে ব্যাপ্তি
কখন যে তোমারে হারায়ে ফেলি‚
রক্তস্রোত উজান গাঙের মতো বয়ে যাবে
হৃদয় ভেঙ্গে খানখান পৃথিবীর ‘পর—
যদিও রাত্রি ফুরাবে জোছনা ম’রে যাবে
নক্ষত্রেরও নেমে আসবে এক ক্লান্তি অসারতা‚
তবু্ তোমার আমার এ-ই রাত
যেন ফুরাবে না— কোনোদিন ফুরাবে না!